গ্রামের সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা, আতংকিত না হয়ে দ্রুত চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং করোনা উপসর্গ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার লক্ষে দেশে ইউনিয়ন পর্যায়ে প্রথম নির্মাণ হলো চরতী আইসোলেশন সেন্টার।
দুইজন প্রবাসীর অর্থায়নে এবং বেশকিছু প্রবাসীর সহযোগিতায় এই আইসোলেশন সেন্টার নির্মাণ করা হয়েছে। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ১ নং চরতী ইউনিয়নের দুরদুরী বাংলাবাজারে প্রবাসী ব্যবসায়ী ওসমান গনী ও সিআইএস এর ডাইরেক্টর মতিউর রহমান ফরহাদীর ব্যক্তিগত অর্থায়নে এবং তিন মানবতাবাদী তরুণ সাবেক সেনা সদস্য মোঃ ওমর ফারুক, মাসুদ বিন সাঈদ এবং মোঃ সোহেল সিকদারের নিরলস পরিশ্রমে মাত্র এক সপ্তাহের মধ্যেই এটি নির্মাণ করা হয়। আগামীকাল শুক্রবার (৩-জুলাই) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।
এই আইসোলেশন সেন্টার থেকে সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করবেন ডাঃ নীলু মনি দাশ, ডাঃ সুনীল চৌধুরী, ডাঃ আজিজুর রহমান এবং ডাঃ মাহবুবুর রহমান ফরহাদীসহ স্থানীয় চিকিৎসকবৃন্দ। সেইসাথে অনলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করবেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রেজারার ডাঃ দিলীপ চৌধুরী(চমেক), নিটল-নিলয় গ্রুপের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার(এ.জি.এম.) ডাঃ আদনান করীম (ঢামেক), বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার ইরফান চৌধুরী এবং শাহ আমানত হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আবদুস সালাম। এছাড়াও একদল স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক সেবা দানে সহায়তা করবেন।
আরও পড়ুনঃ ওমান থেকে প্রবাসীরা যেভাবে দেশে ফিরবেন
এই মহৎ কাজে আরও যুক্ত ছিলেন চরতী এ.আর.এফ. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মতিউর রহমান ফরহাদী, রুহুল্লাহ চৌধুরী, দুরদানা ইয়াসমিন, ফজলুল হক, মিজান ফরহাদী, আশিক (বেলাল),কায়সার হামিদ, আওয়াল, মামুন, হাফেজ জয়নাল,মাঈনুদ্দীন মালেকী, মোস্তফিজ, আকতার,তাফহিমুল ইসলাম, সাঈদুল ইসলাম ও হাবিব উল্লাহ প্রমুখ।
আরও দেখুনঃ আউট পাসের ব্যাপারে ওমান দূতাবাসের বিরুদ্ধে প্রবাসীদের যত অভিযোগ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post