শ্রমিকদের জন্য নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে নিয়োগকর্তাদের নির্দেশ দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। সোমবার (২২ মে) মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওমান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যগত সকল প্রয়োজনীয় বিষয় নিয়োগকর্তাদের অবশ্যই পূরণ করতে হবে। কোনো ভাবেই একজন শ্রমিককে দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করানো যাবেনা এমনটি জানিয়েছে মন্ত্রণালয়।
ওমানের শ্রম আইন অনুযায়ী, কর্মীদের সুরক্ষা এবং কাজের পর্যাপ্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাধ্য নিয়োগকর্তা। এটি অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে মন্ত্রণালয়ের একটি গাইডলাইন দেওয়া আছে, সেখানে বলা হয়েছে, কর্মক্ষেত্রে দূষিত বাতাসের উপস্থিতি রোধ করতে হবে এবং একটি প্রাকৃতিক বা শিল্প বায়ু চলাচল ব্যবস্থা স্থাপন করতে হবে। যাতে কর্মক্ষেত্রে ধুলা প্রতিরোধ নিশ্চিত করে। পাশাপাশি দূষিত বায়ু নিষ্কাশনের জন্য এক্সাস্ট ফ্যান ব্যবহার করতে হবে।
এছাড়া সর্বাধিক বায়ু চলাচল এবং সহজ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য পর্যাপ্ত জানালা থাকতে হবে। গুদামের জন্য ছাদে বায়ু চলাচল ভেন্ট স্থাপন করতে হবে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, কর্মক্ষেত্রে বাইরের বাতাসে উপলব্ধ অনুপাতের কমপক্ষে ২১ শতাংশ অক্সিজেন লেভেল বজায় রাখতে হবে। সেইসাথে ভূগর্ভস্থ কাজের ক্ষেত্রে ১৯ দশমিক ৫ শতাংশের কম যেন না হয় তা নিশ্চিত করতে হবে।
কর্মক্ষেত্রে বাতাসের বেগ শীতকালে প্রতি মিনিটে ১৫ মিটার এবং গ্রীষ্মে প্রতি মিনিটে ৫০ মিটারের বেশি হওয়া যাবেনা। যদি এই সীমা অতিক্রম করে, তাহলে শ্রমিকদের কাজ স্থগিত করতে হবে। কর্মক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা যাতে ৮০ শতাংশের বেশি না হয় তা নিশ্চিত করতে হবে এবং সীমা অতিক্রম করলে কাজ বন্ধ করতে হবে। অথবা শ্রমিকদের অন্য এলাকায় স্থানান্তর করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post