দুর্নীতি কি শুধু স্বল্প আয়ের দেশেই হয়? পুরো পৃথিবী জুড়েই দুর্নীতি আছে। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আছে সোমালিয়া, সিরিয়া, দক্ষিণ সুদান, ইয়েমেন, ভেনিজুয়েলা, লিবিয়ার মতো স্বল্প আয়ের দেশ।
তেল সমৃদ্ধ দেশে কিংবা রাজতন্ত্রে দুর্নীতি হয় এমন কথা কেউ কি কখনো শুনেছেন? শুনলে হয়তো চোখের উপর কপালে কিঞ্চিত ভাঁজ পড়বে, যখন শুনবেন মক্কার মতো পবিত্র ভূমিতেও দুর্নীতি হয়!
সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ পবিত্র শাওয়াল মাসে ৮৪ সরকারী কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতির দায়ে। শুনেই হয়তো চোখ কপালে উঠে গেছে। সত্যি তাই ঘটেছে, বিভিন্ন অপরাধে জড়িত থাকায় সাতটি মন্ত্রণালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সৌদি ওভারসাইট অ্যান্ড দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা) রবিবার (২১ মে) জানিয়েছে, বিভিন্ন দুর্নীতির অপরাধে জড়িত থাকার অভিযোগে শাওয়াল মাসে সাতটি মন্ত্রণালয়ের ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাজাহা জানিয়েছে, তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি এবং প্রশাসনিক মামলা দায়ের করা হয়েছে। ২ হাজার ৫৮৩ টি পর্যবেক্ষণ সফরের পরিচালনা করার ফলে ২১১ জনের বিরুদ্ধে তদন্ত হয়েছে।
দুর্নীতি দমন কর্তৃপক্ষ আরো জানায়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার, ঘুষ, মানি লন্ডারিং এবং জালিয়াতির মধ্যে বিভিন্ন ধরনের দুর্নীতির অপরাধে জড়িত ছিল। তবে, গ্রেপ্তার হওয়া ৮৪ জনের মধ্যে কয়েকজন ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
গ্রেফতারকৃতরা স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, ন্যাশনাল গার্ড, বিচার, স্বাস্থ্য, শিক্ষা, পৌর ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় এবং আবাসন মন্ত্রণালয়ের পাশাপাশি জাকাত, ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটির (জেডএটিসিএ) কর্মকর্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post