সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীদের আপত্তিকর ভিডিও ফাঁস করা বড় একটি চক্রের মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটি আপত্তিকর ভিডিও কেনাবেচা করতো।
রোববার (২১ মে) দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।
প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি সিআইডি। এ বিষয়ে সোমবার (২২ মে) দুপুরে সিআইডি সদরদপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, চক্রটি তরুণীদের ব্লাকমেইল করে আপত্তিকর ভিডিও দেশ-বিদেশে কেনাবেচা করতো। মূলত টেলিগ্রামকেন্দ্রিক এসব ভিডিও আদান-প্রদান করা হতো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post