ভালোবাসার মানুষকে খুশি করতে মানুষ কত কি-ই না করে। পছন্দের বই কিনে দেওয়া, সিনেমা দেখতে যাওয়া, পছন্দের রেস্তোরাঁয় খেতে যাওয়া কিংবা দুজন মিলে দূরে কোথাও ঘুরে আসা। কিন্তু কপালে প্রিয়জনের নাম লিখে ট্যাটু করেছেন এমন ঘটনা সচরাচর শোনা যায় না। এবার ভারতের বেঙ্গালুরুতে এমন একটি ঘটনা ঘটেছে। সেখানকার এক তরুণী কপালে স্বামীর নাম লেখা ট্যাটু করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।
বেঙ্গালুরুর ট্যাটু পারলার কিং মেকার ট্যাটু স্টুডিও ইনস্টাগ্রামে ওই তরুণীর ট্যাটু করার ভিডিওটি শেয়ার করে। ক্যাপশনে লেখা হয় ‘ট্রু লাভ’ (সত্যিকারের ভালোবাসা)। ভিডিওটি শেয়ার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া পড়ে যায়। তবে ভালোবাসা প্রকাশের এমন অভিব্যক্তি দেখে সমালোচনা করতে পিছপা হননি অনেকে। তাঁদের যুক্তি, প্রিয়জনের প্রতি ভালোবাসা এভাবে জনসমক্ষে প্রকাশ করার বিষয় নয়।
ভিডিওতে দেখা গেছে, ট্যাটু স্টুডিওর একজন কর্মী ওই তরুণীর কপালে তাঁর স্বামী সতীশের নাম লিখছেন। এরপর যন্ত্র দিয়ে ওই তরুণীর কপালে ট্যাটু আঁকা শুরু করেন স্টুডিওকর্মী। এ সময় কিছুটা অস্বস্তিবোধ করছিলেন ওই তরুণী।
ট্যাটু করার ওই ভিডিওটি গত ১৮ মার্চ শেয়ার করা হয়। এখন পর্যন্ত ১২ লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে। লাইক পড়েছে আড়াই লাখের বেশি। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘এটাকে বাড়াবাড়ি বলে। আমি ডিজলাইক বাটন খুঁজছি।’ আরেকজন লিখেছেন, ‘এ জন্যই শিক্ষা খুব গুরুত্বপূর্ণ।
অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘এটা মূর্খতা ছাড়া কিছুই নয়। সত্যিকারের ভালোবাসা প্রমাণ করার দরকার হয় না। এটা যত্ন, আন্তরিকতা, গুরুত্ব দিয়ে অনুভব করার মতো বিষয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post