ওমানে অ্যালকোহলের উপর আবার শতভাগ শুল্ক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। ওমানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন বলে গতকাল (১জুলাই) টাইমস অব ওমানের এক সংবাদে বলা হয়েছে।খবরে বলা হয়েছে, গত বছরের জুন মাসে দেশটিতে ছয় মাসের জন্য অ্যালকোহলের উপর আবগারি শুল্ককে শতভাগের পরিবর্তে ৫০ শতাংশ করা হয়েছিলো।
এই বিষয়ে অর্থ মন্ত্রণালয় ব্যাখ্যা করেছিল যে, সচিবালয়ের প্রাপ্ত পর্যবেক্ষণের ভিত্তিতে এই কর কমানো হয়েছিলো। তবে এই কর আবার বাড়ানো হবে বলেও জানিয়েছিলো অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, “মদ্যপ পানীয়ের জন্য কয়েকটি সেক্টরে প্রভাব পড়তে পারে। পাশাপাশি চোরাচালান হ্রাস করার জন্য ছয় মাসের অন্তর্বর্তীকালীন সময়সীমা নির্ধারণ করা হয়েছিলো। যা আবার বাড়িয়ে দেওয়া হলো”।অ্যালকোহলের উপর শতভাগ কর আরোপের কারণে দেশটিতে এখন মাদকের মূল্য বৃদ্ধি পাবে বলে ধারনা করছেন অনেকেই।
আরও দেখুনঃ আউট পাসের ব্যাপারে ওমান দূতাবাসের বিরুদ্ধে প্রবাসীদের যত অভিযোগ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post