ওমানে গত নয় দিনে করোনায় আক্রান্তের সংখ্যায় ওমানিদের পরিমাণ বেশি। দেশটির সরকারী তথ্য অনুযায়ী, ওমানের বর্তমান করোনা পরিস্থিতি অনুযায়ী ওমানিদের আক্রান্তের সংখ্যা প্রবাসীদের তুলনায় দেড়গুণ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তারাসুদ অ্যাপ্লিকেশন থেকে প্রাপ্ত চিত্রে দেখা যায় যে, গত নয় দিনে ওমানিদের মধ্যে আক্রান্ত ছয় হাজার ২৪২ জন যেখানে প্রবাসীদের সংখ্যা তিন হাজার ৮৭৬ জন। তবে মোট করোনা রোগীর সংখ্যার দিক দিয়ে এখনো প্রবাসীরাই বেশি আক্রান্ত। বুধবার (১-জুলাই) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী দেশটিতে মোট প্রবাসী করোনায় আক্রান্তের সংখ্যা ২২ হাজার ২৭৪ জন যেখানে ওমানিদের সংখ্যা ১৮ হাজার ৯২০।
আরও পড়ুনঃ ওমানে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড জুনে
বর্তমানে দেশটিতে ১৬ হাজার ৮৪৭ জন ওমানি ও প্রবাসী এই রোগে আক্রান্ত রয়েছে। যাদের মধ্যে ৪২৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ১২০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। এছাড়া এই রোগে এখন পর্যন্ত মারা গিয়েছেন ১৮৫ জন। গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৪ জন। যাদের মধ্যে ৩২ হাজার ৪২৮ জন পুরুষ ও বাকিরা মহিলা। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২৪ হাজার ১৬২ জন।সুত্রঃ ওমান ডেইলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post