গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ২ দালালকে আটক করেছে পুলিশ। পরে তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক।
গতকাল (২১ মে) দুপুরে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসকে জিম্মি করে রাখা দালাল হিসেবে চিহ্নিত শহরতলির হিঙ্গনরায় উকিলপাড়া গ্রামের সিদ্দির আলীর পুত্র শাওন ও গোস্তিপাড়া এলাকার রোস্তম আলীর পুত্র সৌরভ আহমেদ সাগরকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই দালালের অপরাধ প্রমাণিত হওয়ায় পৃথকভাবে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, সরকারের সেবামূলক বিভিন্ন দপ্তরে যে সমস্ত দালাল ঘাপটি মেরে আছে আমরা প্রত্যেককেই চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব এবং নাগরিক সেবা নিশ্চিত করব। আজকের অভিযানটি তারই অংশ। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post