দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট যশোর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটটি সিডিউল অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরে রোববার রাত ৯টায় অবতরণের কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফ্লাইটটি যশোর বিমানবন্দরে অবতরণ করে, গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ। এতে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ফ্লাইটে থাকা যাত্রীরা।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, ওই সময় সৈয়দপুরের আকাশে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এয়ার অ্যাস্ট্রার জনসংযোগ শাখার উপ ব্যবস্থাপক সাকিব হাসান শুভর বলেন, আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার কারণে ফ্লাইটের গতিপথ বদলে যশোরে জরুরি অবতরণ করানো হয়। পরে যশোরের আবহাওয়াও খারাপ হয়ে যায়। একইভাবে ঢাকার আকাশেও দুর্যোগ দেখা দেয়। পরে বিমান সংস্থার সিদ্ধান্তে দুর্যোগে পড়া ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়। ওই ফ্লাইটে ৩৩ জন যাত্রী ছিলেন। সব যাত্রীকে সোমবার (২২ মে) সকালে বিশেষ ব্যবস্থায় সৈয়দপুরে পৌঁছে দেওয়া হয়।
রবিবার (২১ মে) দিনভর তাপপ্রবাহের পর রাতে রাজধানীসহ দেশের একাধিক স্থানে শুরু হয় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি। এতে দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে নারী-শিশুসহ মোট সাত জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন।
এদিকে, আগামী তিন দিন সারা দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২২ মে) সকালে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
২৪ মে দেশের অধিকাংশ জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত হতে পারে। কালবৈশাখী ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর। সবচেয়ে বেশি বজ্রপাতের ঝুঁকি রয়েছে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ২৪ মে ঢাকা শহরের ওপর দিয়েও কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত হতে পারে বলে জানিয়েছেন মোস্তফা কামাল পলাশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post