স্বপ্নটা স্বপ্নই রয়ে গেলো। জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে যাওয়ার কথা ছিল চট্টগ্রামের বাঁশখালীর সাকিবুলের। ইতোমধ্যে বিমানের টিকিটও কাটা হয়। ওমান যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেন। আগামী ২৩ মে ফ্লাইট ছিলো তার। কিন্তু ওমান যাওয়ার ৪ দিন আগেই সবকিছু থমকে যায়। শোঁকের ছায়া নেমে আসে গোটা পরিবারে।
স্থানীয় সুত্রে জানাগেছে, ২০ মে সকালে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নে নিজ বাড়ির গাছে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় তার। নিহতের পরিবারের জানান, সাকিবুল সকালে আম পাড়তে বাড়ির পাশের গাছে উঠেন। গাছের পাশে বিদ্যুতের তার থাকার কারণে আম পাড়ার সময় সেই তারে বিদ্যুৎস্পৃষ্টে হন তিনি।
সেখান থেকে তাকে উদ্ধার করে চাম্বলের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। সাকিবুলের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post