আগামী ২৩ মে ওমানের মাটিতে পর্দা উঠবে মেন্স হকি জুনিয়র এশিয়া কাপের। দশ জাতির এই টুর্নামেন্ট খেলতে ভারতের দিল্লিতে অনুশীলন করে ওমানে এখন বাংলাদেশ হকি জুনিয়র দল। ১০ জাতির এই টুর্নামেন্ট সেরা চার দলের মধ্যে থাকতে পারলে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
এই লক্ষ্যে সালালাহ শহরে প্রচণ্ড গরমের মধ্যেও অনুশীলন করে যাচ্ছে প্রিন্স লাল সামন্দরা। নিজেদের গ্রুপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক ওমান। ২৩ মে প্রথম ম্যাচের আগে সেখানকার গরম আবহাওয়া নিয়ে চিন্তিত লাল সবুজ দলের সহকারী কোচ হেদায়েতুল ইসলাম রাজীব। শনিবার (২০ মে) ১৫ মিনিটের জন্য শক্তিশালী ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
তবে খেলার টার্ফ নিয়ে রাজীব বলেছেন, ‘টার্ফে বল ধীর গতিতে আসছিল। খেলতে একটু সমস্যা হচ্ছে। তবে এখনও সময় আছে। আশা করছি এরই মধ্যে সব কিছু মানিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post