সৌদি আরবে একটি আবাসিক হোটেলে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে দেশটিতে এমন অগ্নিকাণ্ডের কোনো ঘটনা কখনো ঘটেনি। এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটেছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ছয়জন। এই অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, মক্কার একটি হোটেলে দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডে আট পাকিস্তানি নিহত ও ছয়জন আহত হয়েছেন।
পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন আরো জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইব্রাহিম খলিল রোডে অবস্থিত হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
সূত্র জানায়, হোটেলটিতে পাকিস্তান ও বাংলাদেশসহ অন্যান্য দেশের ওমরাহ পালনকারীরা অবস্থান করছিলেন। তবে হতাহতরা ওমরাহ পালনকারী কি না, সেটা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। তবে অগ্নিকাণ্ডের তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post