শৈশবের দুরন্তপনায় মেতে থাকার পরিবর্তে দিন দিন ঝরা ফুলের মতো নুইয়ে পড়ছে শিশু আবিদ। মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে ফাইজানাল হক আবিদ বেদনার্ত চোখে বাঁচার আকুতি জানাচ্ছে। জীবন কী এখনও বুঝে ওঠার সময় হয়নি তার।
সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত এই ছোট ছেলেটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আবিদ ওমান প্রবাসী ফজলুল হকের ছেলে। তার বাড়ি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামে। গত সেপ্টেম্বরে প্রথম ব্লাড ক্যান্সার ধরা পড়ে। জানুয়ারি মাসে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা শুরু হয়।
এরপর ডাক্তার দেখানো সহ ১৬টি কেমো থেরাপি দেওয়া হয়েছে, আরো কেমো থেরাপির জন্য প্রস্তুতি নিতে বলেছে ডাক্তার। এই পর্যন্ত চিকিৎসা বাবদ ২৫ লাখ টাকা খরচ হয়েছে। প্রতিদিন আবিদের চিকিৎসা বাবদ প্রায় দেড় লাখ টাকা খরচ হচ্ছে বলে জানালেন তার বাবা।
ব্যয়বহুল চিকিৎসার জন্য যা ছিল সবই খরচ করেছেন এই ওমান প্রবাসী। কিন্তু ছেলেকে বাঁচাতে প্রতিদিন এই বিপুল পরিমাণ অর্থ জোগান এখন আর সম্ভব হচ্ছেনা। আর তাই সন্তানের জীবন বাঁচাতে প্রবাসীসহ সমাজের বিত্তবানদের সহযোগিতার আবেদন জানিয়েছেন আবিদের বাবা।
সবার সহযোগিতায় হয়ত পৃথিবীতে বেঁচে থাকবে আবির এমন প্রত্যাশা করছেন এই অসহায় বাবা।
সাহায্য পাঠানোর ঠিকানা :
Bkash No: 01817224680
Bank A/c. No: 00090310057123
Bank A/c. Name: Mohammad Iqubal
Bank Name: Mutual Trust Bank Ltd.
ছেলের বাবার হোয়াটসঅ্যাপ নাম্বার।
+968 9317 5793
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post