জুনিয়র এশিয়া কাপ হকির প্রস্তুতিতে ওমানে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। আগামী ২৩ মে থেকে ১ জুন ওমানের সালালাহ শহরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
১০ জাতির এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে।
জুনিয়র এশিয়া কাপের ভালো প্রস্তুতির জন্য ওমানে যাওয়ার আগে ভারতের হরিয়ানায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করে কোচ মামুন উর রশিদের শিষ্যরা। টুর্নামেন্ট শুরুর আগে সালালাহে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।
জুনিয়র এশিয়া কাপের উদ্বোধনী দিনেই স্বাগতিক ওমানের বিপক্ষে লড়বে সামন্ত, জাহিদরা। টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে পারলে আসন্ন যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post