আগামী ২৩ মে ওমানের মাটিতে পর্দা উঠবে মেন্স হকি জুনিয়র এশিয়া কাপের। দশ জাতির এই টুর্নামেন্ট খেলতে এরই মধ্যে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ জুনিয়র হকি দল।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভারত থেকে ওমানের বিমান ধরেন বাংলাদেশ জুনিয়র হকি দলের খেলোয়াড়রা। এরপর দুপুরের মধ্যেই ওমানের মাটিতে পা রাখেন মামুন উর রশিদের শিষ্যরা।
এদিন বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার হাজী মো. হুমায়ুন। তিনি বলেন, ‘আজ দুপুরে ওমানে পৌঁছেছে জুনিয়র হকি দল। এরপর সেখানে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেয় খেলোয়াড় ও স্টাফরা। আজ রাতেই সালালাহ শহরে পৌঁছানোর কথাও জানিয়েছেন তিনি।’
এর আগে বুধবার মধ্যরাতে ভারতের উদ্দেশ্যে রওনা হন টাইগার জুনিয়ররা। আজ সকালে দিল্লি পৌঁছে নাস্তা করেন প্রিন্স, জাহিদ ও রকিরা।
এদিকে দীর্ঘ ভ্রমণেও ক্লান্তির ছাপ ছিল না খেলোয়াড়দের চেহারায়। ওমানে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন প্রিন্স-জাহিদরা। অনুশীলনের ব্যস্ততা না থাকায় কেউ সেলফি তুলছেন, কেউ দিল্লি কিংবা ওমান বিমান বন্দরে ছবি তুলে সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।
জুনিয়র হকি দলের ফরোয়ার্ড জাহিদ হোসেন বলেন, ‘আমরা সবাই সুস্থ আছি। ভালো আছি। ওমানের মাস্কটে আছি। রাতে সালালাহ পৌঁছে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
আরও দেখুন…
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post