ওমানে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন ১১২৪ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন আক্রান্তদের মধ্যে ৮৬২ জন ওমানি এবং ২৬২ জন প্রবাসী। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪১,১৯৪জন, সুস্থ ২৪,১৬২ জন এবং নতুন ৯ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩,৫৩৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। নতুন ৭৩৭ জন সুস্থ হয়েছেন এবং ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ৪২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে ১২০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭৫ জন এবং সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ৪৮৪ জন। আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
আরও পড়ুনঃ প্রাকৃতিক সুন্দরের অপরূপ লীলাভূমি ওমান
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৬৯টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৮৯৮টি। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৮৭৫টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ৭৭৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন। শনাক্তের হার ১৯ দশমিক ০৩ শতাংশ।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৪৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬২ হাজার ১০২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪১ দশমিক ৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৮৮৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৮ জন এবং নারী ৩ জন।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post