পর্যটন, বিদেশে পড়ালেখা বা চিকিৎসা ভ্রমণে হোটেল-রিসোর্ট বুকিং ইত্যাদি ক্ষেত্রে ছাড় আর অফার নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বসেছে ভ্রমণ ও পর্যটন মেলা ‘এয়ার এস্ট্রা ঢাকা মার্ট ২০২৩’।
ঢাকা ট্রাভেল মার্টের ১৮তম আসর আয়োজন করছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর।
বৃহস্পতিবার বিকালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আনুষ্ঠানিকভাবে তিন দিনের এই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহির মোহাম্মদ জাবেদ প্রমুখ।
মেলার আয়োজক বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম জানান, “এবারের মেলায় দেশি-বিদেশি ৫০টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠান, ৬৫টি স্টল ও ৭টি প্যাভিলিয়ন তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
“অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী ও অন্যান্য পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
“অংশগ্রহণকারী দেশগুলো হলো- ভারত, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক বাংলাদশ।”
আগামী শুক্র ও শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রবেশ মূল্য ৫০ টাকা। প্রবেশ কুপনের ওপর র্যাফেল ড্রতে বিভিন্ন গন্তব্যের উড়োজাহাজের টিকিট ও হোটেলে থাকা-খাওয়ার সুযোগ রয়েছে।
মেলায় অংশ নেওয়া দেশীয় এয়ারলাইনস নভো এয়ারের তাসফিয়া মাহমুদ জানান, এবারের মেলায় তাদের বিমান টিকিটে ১৫ শতাংশ ছাড়ের পাশপাশি রয়েছে বিভিন্ন গন্তব্যের প্যাকেজ। ঢাকা থেকে কলকাতা বা কক্সবাজারে নভো এয়ারের হলিডে প্যাকেজগেুলো ৬ মাসের কিস্তিতেও নেওয়া যাবে।
বেসরকারি আরেকটি এয়ারলাইনস ইউএস বাংলাও নিয়ে এসেছে ফ্লাইট টিকিটে ছাড়ের পাশপাশি বিভিন্ন গন্তব্যে প্যাকেজ অফার। কক্সবাজার থেকে মালদ্বীপ ইউএস বাংলার আয়োজনে বেশ কয়েকটি প্যাকেজ অফার রয়েছে।
ঘোরাঘুরিতে টাকা যোগাতে স্টল নিয়ে বসেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। তাদের কাছে রয়েছে ভ্রমণে সহায়ক বিভিন্ন ধরণের কার্ড ও ঋণের অফার।
আরও দেখুন…
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post