পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের লাহোরে জামান পার্ক বাসভবনে পাঞ্জাব পুলিশ বড় ধরনের অভিযান চালাতে পারে। বিভিন্ন সূত্র জিও নিউজকে বলেছে, ইমরান খানের বাসভবনে সন্ত্রাসী লুকিয়ে আছে-এমন সন্দেহে অভিযান চালানো হবে।
পাঞ্জাব সরকার পিটিআইকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। সেটি দেশটির স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় শেষ হবে। সূত্রগুলো জানিয়েছে, আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার পরেই অভিযান শুরু হতে পারে।
পাঞ্জাব পুলিশ প্রধান ও ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে বলেছে। তবে এর আগে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী আমির আলি গতকাল বুধবার রাতে বলেন, পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে প্রাদেশিক সরকারের এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post