আজ আমরা আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো, যে দেশে ভিক্ষুকদের নিজেদের ব্যক্তিগত গাড়ি আছে। সেই দেশের মানুষ এতটাই অলস যে রেস্টুরেন্টে খেতে বসে কাউন্টারে বিল দিতে যেতেও তাদের অনিহা। সেখানে এক বোতল তেলের থেকে এক বোতল পানির দাম বেশি। এমনকি কোন পুরুষ যদি কোন মহিলাকে কিছু উপহার দিতে চায় তাহলে সরাসরি সে দিতে পারবে না। এমনি সব অদ্ভুত ও বিচিত্র ঘটনার দেশে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।
বিশ্বের সবচেয়ে দামী মুদ্রার এই দেশটি অন্যান্য আরব দেশ থেকে একদমই আলাদা। কুয়েত দেশটির এক দিকে সৌদি আরব ও অন্য দিকে ইরাকের অবস্থান। দেশটির রাজধানী হচ্ছে কুয়েত সিটি। এক দিকে যেমন বোরকা পরা তরুনীদের দেখতা পাওয়া যায় তেমনি দেখতে পাওয়া যায় ছোট পোশাক পরা নারীদেরও। সেদেশের নারীরা যদি কখনো বিদেশি পুরুষকে বিয়ে করে, তবে তাদের সন্তান কখনো কুয়েতের নাগরিকত্ব পায়না।
দেশটির নিয়ম অনুযায়ী যদি কোন পুরুষ কোন নারীকে উপহার দিতে চায় সে সরাসরি দিতে পারবে না। নিজের স্ত্রী, মা বা বোনের সাহায্য নিয়ে সে নারীকে উপহার দিতে পারবে। কুয়েতে সবার ব্যক্তিগত গাড়ি রয়েছে। প্রচন্ড গরমে তারা গাড়ি দিয়ে চলতে পছন্দ করে। এমনকি কখনো কখনো দেশের ভিক্ষুকদেরকে গাড়ি নিয়ে এসে ভিক্ষা করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের সংখ্যা খুবই কম। দেশটিতে স্থায়ী নাগরিকের সংখ্যা মাত্র ১৪ লাখ আর বিদেশিদের সংখ্যা ৩২ লাখ। যার মধ্যে ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, ইরানি ও আমেরিকানদের সংখ্যাই বেশি। কুয়েতের প্রায় মোট জনসংখ্যার ৭৫ শতাংশ ইসলাম ধর্মের অনুসারি এবং খ্রিস্টান ধর্মের অনুসারি প্রায় ১৯ শতাংশ। বাকিরা অন্য ধর্ম পালন করে।
কুয়েতে আপনি একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন সেখানে সবাই তাদের পুরনো জিনিস ডাস্টবিনে না ফেলে রাস্তায় রেখে আসে। আপনি হয়তো কাজ শেষে বাড়ি ফিরছেন রাস্তার পাসে পরে আছে একটি টিভি অথবা বিশাল এক সোফা। যেগুলো দেখতে একদমই নতুনের মত দেখতে। মজার ব্যাপার হলো এতো ধনি দেশ হলেও এখানে বাংলাদেশ বা ভারতের মত রাস্তার পাসে পুরানো জিনিস বিক্রি করতে দেখা যায়।
সবচাইতে অলস মানুষের দেশ হচ্ছে কুয়েত, দেশটির ৬৭ শতাংশ নাগরিক নিজেদের শরীর সুস্থ রাখতে কোন ধরনের ব্যায়াম করে না। বিশ্বের অলস দেশ গুলোকে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post