আরব বিশ্বে প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ ওমান। এমন তথ্য প্রকাশ করেছে আরব পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। সম্প্রতি ‘ওপেক’ দ্বারা জারি করা একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের প্রথম ৩ মাসে ওমানের তরল গ্যাসের মোট রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৩ দশমিক ১মিলিয়ন টন। যা ২০২২ সালে একই সময়ে ছিলো ২ দশমিক ৯ মিলিয়ন টন। গত বছরের তুলনায় এবছর প্রায় অর্ধ মিলিয়ন টন বেশি উৎপাদন করেছে ওমান।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের রপ্তানি ৬ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আরব দেশগুলির মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃদ্ধির হার। প্রতিবেদনে আরও বলা হয়, কালহাটে ওমান এলএনজি কোম্পানির গ্যাস লিকুইফেকশন ইউনিটগুলো সম্পূর্ণ উৎপাদন ক্ষমতায় কাজ করছে, যা সকল প্রতিবন্ধকতা দূর করে বছরে ১১ দশমিক ৫ মিলিয়ন টনে পৌঁছেছে। এই উচ্চ মাত্রার রপ্তানির সাথে কাতারের পরে আরব দেশগুলোর মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হয়ে উঠেছে ওমান।
এদিকে, দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশকে কয়েক কার্গো এলএনজি দেয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ভাতৃপ্রতীম দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদি একটি চুক্তি প্রক্রিয়াধীন। কিন্তু আগের চুক্তির ধারাবাহিকতায় ওমানকে তিনি অতি দ্রুত কয়েক কার্গো এলএনজি দিলে গ্রীষ্মের এই বাড়তি চাহিদা মোকাবেলা করা সহজ হবে আমাদের জন্য।
১৪ মে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার আল বেলুশি সৌজন্য স্বাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। এসময় তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post