২৩মে থেকে ১জুন ওমানের সালালাহ শহরে অনুষ্ঠিত হবে ‘মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ’ টুর্নামেন্ট। ১০ জাতির এই টুর্নামেন্ট সামনে ইতিমধ্যেই বাংলাদেশের ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। সেখানে এশিয়ার শক্তিশালী ১০ দেশ দুই গ্রুপে খেলবে। বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, ওমান, মালয়েশিয়া, উজবেকিস্তান। ফাইনাল শেষে সেরা চার দেশ যুব বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে।
সেমিফাইনালে উঠতে পারলে যুব বিশ্বকাপে খেলার সুযোগ আসবে। সেই সুযোগ নিতে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ হকি দলের কোচ মামুনুর রশিদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। তার অধীনে গত জানুয়ারিতে ওমানে এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে এসেছিল। আর চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ এখন জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে। এই দলটাই এবার ওমানে যাবে।
ভারতে থাকা বাংলাদেশের জুনিয়র হকি দলটি আগামী ১৮ মে ভারত থেকেই ওমানের উদ্দেশ্যে রওনা হবে। জুনিয়র হকি দলের সরকারি আদেশ ও ভিসা নিয়ে খানিকটা জটিলতা ছিল।
এই প্রসঙ্গে দলনেতা এহসান রানা বলেন, ‘আমাদের দলের সবারই ই-ভিসা করে দিয়েছে ওমান ফেডারেশন। সরকারি আদেশটি আমরা দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাওয়ার আশা করছি। এই ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের সঙ্গে আলোচনাও করেছি।’
ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ সামনে রেখে গেল মার্চ মাস থেকে প্রস্তুতিপর্ব শুরু করে বাংলাদেশ। ৩৬ জনের প্রাথমিক দল নিয়ে শুরু হয় এই অনুশীলন কার্যক্রম। পরে সেখান থেকে দলটি ২৩ জনে নামিয়ে আনা হয়।
উন্নত প্রশিক্ষণের লক্ষ্যে সেই দল নিয়ে গত মাসের ২৭ তারিখ ভারতের হরিয়ানার উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ যুব হকি দল। ভারতের হরিয়ানাতে প্রায় ২০ দিনের অনুশীলন ছাড়াও সেখানকার স্থানীয় দলের বিপক্ষে ১০টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে মামুন উর রশিদের শিষ্যরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post