তীব্র তাপদাহে পুড়ছে ওমান সহ গোটা মধ্যপ্রাচ্য। গরমের তীব্রতায় বাতাশ ও মাটি এখন প্রচন্ড উত্তপ্ত। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। খা খা করছে মাঠ প্রান্তর। ঘরে বাইরে সব খানেই অস্বস্তিকর পরিস্থিতি। শহর, বন্দর ও গ্রামে চিত্রও একই। বৃষ্টিতে প্রশান্তি পেতে উদগ্রীব মানুষ। ইতিমধ্যেই ওমানের বেশকিছু অঞ্চলে ৪৮ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা।
দেশটিতে এখন দিনেরবেলায় ৪৫ থেকে ৪৮ ডিগ্রির তাপমাত্রা থাকে। এতে নাভিশ্বাস উঠেছে মানুষের। ঘরে-বাইরে কোথাও স্বস্তি পাওয়া যাচ্ছে না গরমের কারণে। তীব্র তাপদাহের ফলে অস্থির হয়ে উঠছে মানুষ। আর রোদের কারণে রাস্তায় বের হলে গায়ে লাগছে আগুনের তাপ।
ওমানে বিভিন্ন রাস্তাঘাটের পাশে জনবহুল অঞ্চলে স্থানীয় ওমানিদের বাসার সামনে পথচারীদের জন্য ঠান্ডা পানির কুলার ব্যবস্থা রয়েছে। রাস্তার পাশে মোড়ে মোড়ে আইসক্রিম সহ ঠান্ডা পানীয় বিক্রি করতে দেখা যায়।
ইতিমধ্যেই মধ্যদুপুরে উন্মুক্ত স্থানে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। জুন থেকে আগস্ট এই ৩ মাস তীব্র গরমের কারণে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে বেলা সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করা শ্রমিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা বিধান রয়েছে।
শ্রম মন্ত্রণালয় জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, মাস্কাট প্রদেশের শ্রম অধিদপ্তর জেনারেল জুন, জুলাই এবং আগস্ট মাসে নির্মাণ সাইটগুলোতে দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কাজ বন্ধ করার নীতি সম্পর্কে ব্যবসায়ীদের জন্য একটি সচেতনতা প্রচারণা বাস্তবায়ন করেছে।
মূলত ওমানসহ মধ্যপ্রাচ্যে জুন থেকে তিন মাস সূর্যের অত্যাধিক তাপ থাকে। এতে দুপুরে রোদের মধ্যে কাজ করলে স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা থাকে। তাই শ্রমিকদের ঝুঁকি ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post