চট্টগ্রামের সাতকানিয়ায় মাহিন্দ্রাযাত্রী এক ওমান প্রবাসীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল সাতজন নিহত হয়েছেন। সাতকানিয় (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানীহাট-বান্দরবান সড়কে ট্রাকের ধাক্কায় এক প্রবাসীসহ মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় ওই প্রবাসীর স্ত্রীসহ আরো সাতযাত্রী আহত হন। গত শনিবার সন্ধ্যায় ওই সড়কের সয়ালক ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার আফজলনগরের মুহুরীপাড়া এলাকার ওমান প্রবাসী সাজ্জাদ হোসেন (২৬) ও তার বড় ভাই আবদুল হামিদের মেয়ে জোমাইরা খাতুন (৬)। আহতরা হলেন- সাজ্জাদের স্ত্রী ইয়াসমিন আক্তার (২০), হামিদ হোসেন (৪০), জয়নাব বেগম (৩২), তানিশা আক্তার (৮), তানিয়া আক্তার (২২), জিন্নাত আরা (১৬ মাসের শিশু) ও মাহিন্দ্রাচালক মুহাম্মদ রিদোয়ান (২৫)।
পুলিশ জানায়, পরিবারের সদস্যদের সাথে সাজ্জাদ বান্দরবানের সয়ালক থেকে মাহিন্দ্রাতে করে বাড়ি ফিরছিলেন। পথে কেরানীহাট-বান্দরবান সড়কের ফরেস্ট অফিস এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় তাদের মাহিন্দ্রা দুমড়েমুচড়ে যায়। হতাহতদের উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ো যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।
আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে রাত সাড়ে ৮টায় শিশু জোমাইরা খাতুনের মৃত হয়। বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে।
এদিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কালিয়া পুকুর এলাকায় গতকাল সকালে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুর রহিম নামে সিএজির এক শিশুযাত্রী নিহত ও আরো ছয়জন আহত হয়েছেন। নিহত রহিম বড় কুমিড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বগুড়া সদর উপজেলার বড় কুমিড়া গ্রামের জহুরুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে সিএনজি ভাড়া করে নাটোর জেলার সিংড়া যাচ্ছিলেন। পথে বগুড়াগামী একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে তারা দুর্ঘটনায় পড়েন।
গুরুতর অবস্থায় সিএনজির যাত্রী জহুরুল ইসলাম (৫৬), আব্দুর রহিম (১০), রুপা বেগম (৩৫), রোকসানা (৩৬), মিশু (১৯), তিথি (১৩), রেশনীকে (৭) উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টায় আব্দুর রহিমের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় জহুরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাইভেটকার ও সিএনজি উদ্ধার করে।
অন্যদিকে সাতক্ষীরা জেলার কলারোয়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় রাশিদা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টায় উপজেলার গোপিনাথপুর প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা সদর উপজেলার তালতলা গ্রামের হবিবর রহমানের স্ত্রী।
হাবিবুর জানান, তিনি স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যশোরের বাগচড়া এলাকা থেকে ফিরছিলেন। পথে একটি ট্রলির ধাক্কায় রাশিদা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির এক বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাসের চাপায় ওই নারীর মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক চাপায় জাহাঙ্গীর মিয়া (৪২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকার সাত মাইলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর গোয়াইনঘাট উপজেলার বাগাইয়া হাওরের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে জাহাঙ্গীর মোটরসাইকেলে সিলেট থেকে ঢাকার দিকে যাওয়ার পথে সামনে থাকা একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে ওই ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই মারা যান তিনি।
দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা বলেন, লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ট্রাক চাপায় বাইসাকেল আরোহী আয়ান নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল দুপুরে আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়ান আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের স্কুলপাড়ার ওল্টু বিশ্বাসের ছেলে ও রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, দুপুরে বদরগঞ্জ থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল আয়ান। এ সময় রোয়াকুলির বটতলায় পেছন থেকে আসা বালু বোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আয়ানের মৃত্যু হয়। নিহতের লাশ হস্তান্তর, ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এখন আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
দিনাজপুর জেলার ফুলবাড়ীতে ব্যাটারিচালিত (অটোচার্জার) রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃষ্টি (১২) নামে এক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল দুপুরে পার্বতীপুর উপজেলার আনন্দবাজার থেকে ফুলবাড়ী আসার পথে ধুলাউধালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃষ্টি দিনাজপুর জেলার খানসামা উপজেলার উত্তর দুবলিয়া গ্রামের বাসু দেবের মেয়ে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম জানান, জনৈক আত্মীয়ের বাড়ি থেকে বৃষ্টি তার কাকা-কাকীর সাথে অটোরিকশায় বাড়ি ফিরছিল। পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে গেলে গুরুতর আহত হয় বৃষ্টি। তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post