আগের চুক্তির ধারাবাহিকতায় দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশকে কয়েক কার্গো এলএনজি দেয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ভাতৃপ্রতীম দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদি একটি চুক্তি প্রক্রিয়াধীন। কিন্তু আগের চুক্তির ধারাবাহিকতায় ওমানকে তিনি অতি দ্রুত কয়েক কার্গো এলএনজি দিলে গ্রীষ্মের এই বাড়তি চাহিদা মোকাবেলা করা সহজ হবে আমাদের জন্য।
রবিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার আল বুলুশি সৌজন্য স্বাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। এসময় তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
রাষ্ট্রদূত দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ, জি-টু-জি ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ নিয়ে আলোচনা করেন।। এসময় তিনি প্রতিমন্ত্রীকে ওমান সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে তিনি দক্ষ জনশক্তি রফতানির ওপরও গুরুত্বারোপ করেন। এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post