অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে মাস্কাট টু চট্টগ্রাম রুটের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সালাম এয়ার। একইসাথে বিমানের ওমানগামী ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় ১৩ ও ১৪ই মে ফ্লাইটের যাত্রীদের উদ্দেশ্যে জারি করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি।অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে সেন্টমার্টিন দ্বীপের ঘরবাড়ি ও গাছপালাসহ বহু স্থাপনা।
রোববার (১৪ মে) দুপুরে মোখা উপকূল অতিক্রম শুরু করার পর প্রাথমিক আঘাতে সেন্টমার্টিনের বিভিন্ন স্থানে প্রচুর বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। বাতাসের তীব্রতায় সমুদ্রের পানিও বাতাসে উড়ছে। বিচের ভেজা মাটি তুলে নিচ্ছে বাতাশ। মানুষের ঘর বাড়ির টিন, ছাউনি আকাশে উড়ছে তুলার মত। বড় বড় গাছ ও নারিকেল গাছ দুমড়ে মুচড়ে পড়ছে। দোকানপাট ভেঙে উড়ে গেছে। পুরো সেন্টমার্টিনে বৃষ্টির পানি ও বাতাসের তীব্রতায় কিছুই দেখা যাচ্ছে না। আর তাই দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রাম ও কক্সবাজার এয়ারপোর্ট।
যাত্রীদের নিরাপত্তায় চট্টগ্রাম ও কক্সবাজার রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করে বিমান। ওমান থেকে চট্টগ্রামগামী সকল ফ্লাইট বাতিল করে সালাম এয়ার। এক বিবৃতিতে সালাম এয়ার জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে শনি ও রবিবার মাস্কাট টু চট্টগ্রাম রুটের সব ফ্লাইট বাতিল করেছে। এমতাবস্থায় যাত্রীদের সালাম এয়ারের কল সেন্টার নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। নাম্বারটি আমাদের স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। +968 24272222
এদিকে, বিমানের তরফ থেকে বলা হয়েছে, বাতিল করা ফ্লাইটের যাত্রীদের সময় পুনঃনির্ধারণে নিকটতম বিমান অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। শনিবার (১৩ মে) এক বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদেরকে তাদের পরবর্তী যাত্রার সময় নির্ধারণ করার জন্য নিকটতম বিমান অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post