ওমানের একটু পুরনো আইনকে সংশোধন করে নতুন আইন জারি করা হয়েছে। আর এই আইন অনুযায়ী ওমানে জনসমক্ষে কোন পুরুষ যদি নারীর ছদ্মবেশ ধারণ করে তাহলে এক বছরের কারাদণ্ড এবং ৩০০ রিয়াল জরিমানা করা হবে। রবিবার (১৪ মে) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে এই সংক্রান্ত এক নতুন আইন জারির কথা বলা হয়।
নতুন এই আইন সম্পর্কে ওমানের আইনজীবী সালাহ আল-মাকবালি বলেন, নতুন ওমানি দণ্ডবিধির ধারা বিধিবদ্ধ করে যে “তাকে নূন্যতম এক মাসের জন্য এবং সর্বোচ্চ এক বছরের জন্য কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি সর্বনিম্ন ১০০ রিয়াল থেকে সর্বোচ্চ ৩০০ রিয়াল জরিমানা করা হবে।
ওমানি এই আইনজীবী আরো বলেন, এই রায়টি নতুন। কারণ বাতিল করা পুরানো দণ্ডবিধি এই আইনের জন্য শাস্তির অস্তিত্বকে স্পষ্টভাবে সম্বোধন করেনি, যখন নতুন দণ্ডবিধি স্পষ্টভাবে শাস্তির বিষয়টি স্পষ্ট করে দিয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে প্রথমবারের মতো তিন আরবিয় নাগরিককে এমন অপরাধের জন্য এক মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিলো। দেশটির ইতিহাসে প্রথমবারের এমন রায় ঘোষণা করে আল সিব কোর্ট। ওমানি পেনাল কোড অনুসারে এই রায় দেওয়া হয়েছিল।
উক্ত তিন আরবিয় নাগরিক পুরুষ হওয়া সত্যেও নারীদের ছদ্মবেশ ধারণ করেছিলো। ফলে, তাদের এক মাসের সাজা শেষে ওমানের ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয় ওমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post