রেডিসন হোটেল গ্রুপ জানিয়েছে, তারা আগামী পাঁচ বছরে সৌদি আরবে তাদের হোটেলের সংখ্যা একশতে উন্নীত করবে। দেশটির পরিবর্তিত পরিস্থিতিতে ভ্রমণ ও পর্যটন খাতে প্রচুর বিনিয়োগের সুযোগে এ পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক এ হোটেল গ্রুপটি। খবর আরব নিউজ।
রেডিসন হোটেল গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং গ্লোবাল চিফ ডেভেলপমেন্ট অফিসার এলি ইউনেস বলেন, তাদের কোম্পানি আগামী পাঁচ বছরে সৌদিতে তার কার্যক্রম দ্বিগুণ করতে চায়। বর্তমানে সৌদি আরবে তাদের ৫০টি হোটেল রয়েছে; এর মধ্যে ২৫টি হোটেল এরই মধ্যে কার্যক্রম পরিচালনা করছে এবং ২৫টি হোটেল নির্মাণাধীন। আগামী পাঁচ বছরের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ দেশটিতে আগামী পাঁচ বছরের মধ্যে তাদের হোটেলের সংখ্যা ১০০তে পৌঁছবে।
গত সোমবার ০৮-০৫-২৩ রিয়াদে ফিউচার হসপিটালিটি সামিটের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনেস আরও বলেন, সৌদি আরবে বর্তমানে যে ধরনের সম্প্রসারণ হচ্ছে, তাতে হসপিটালিটি সেক্টরের অংশ হতে চায় র্যাডিসন গ্রুপ। এর ফলে সেখানে বড় ধরনের কর্মসংস্থানেরও সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদাহরণ দিয়ে তিনি বলেন, যদি প্রতিটি হোটেলে গড়ে ২০০টি রুম থাকে এবং এর জন্য কমপক্ষে ১৫০ কর্মীর প্রয়োজন হবে। এভাবে একশ হোটেলের জন্য একটি বড় সংখ্যার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এলি ইউনেস বলেন, র্যাডিসন গ্রুপ শুধু সৌদি আরবের মূল শহরগুলোতেই হোটেল খুলবে না, বরং দূরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরেও শাখা স্থাপন করবে। এক্ষেত্রে সবগুলো হোটেল বিলাসবহুল মানের না হলে কিছু হোটেল মাঝারি মানের হবে বলেও উল্লেখ করেন তিনি।
বৈশ্বিক পরিকল্পনা সম্পর্কে ইউনেস বলেন, বর্তমানে বিশ্বব্যাপী র্যাডিসন গ্রুপের এক হাজার ৫০০টি হোটেল রয়েছে। আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে হোটেলের সংখ্যা তিন হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post