নাম আসাদুর রহমান ওরফে আসাদ (৩২)। নিজেকে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিচয় দিতেন। এই পরিচয়ে বেকার যুবক ও নিরীহ মানুষদের বিদেশে পাঠানোর প্রস্তাব দিতেন তিনি। তার ফাঁদে যারা পা দিতেন, তাদের ভুয়া ভিসা দিয়ে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা।
বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর কাফরুল থেকে আসাদসহ তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। বাকিরা হলেন আরমান (৪৪), মো. আওলাদ হোসেন ওরফে দিপু (৫৪), মো. রেজওয়ানুল হক (৪৩), মো. ফিরোজ মোল্লা (৪১) এবং মো. জিল্লুর রহমান (৪৩)।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে কাফরুলে অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা আসাদুর রহমান ওরফে আসাদ ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করে র্যাব-৪ এর একটি দল।
আসাদুর রহমান এই চক্রের মূলহোতা। তারা বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানের অসহায় মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। এরপর তাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নিজেদের হেফাজতে রেখে লাখ লাখ টাকা নিয়ে তাদের ভুয়া ভিসা দিতেন।
এই প্রতারক চক্রের আবার রয়েছে কিছু পেইড এজেন্ট, যারা দেশের বিভিন্ন বেকার অসহায় মানুষের কাছে নিজেরা বিদেশে গিয়ে উপকৃত হয়েছে বলে ভুক্তভোগীদের আস্থা অর্জন করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে ভুক্তভোগীদের পাসপোর্ট ও জালিয়াতির কাজে ব্যবহৃত ভুয়া ভিসা, বিভিন্ন সার্টিফিকেট, মার্কশিট, বিমানের টিকিট এবং বিভিন্ন ধরনের সিলসহ অন্যান্য সামগ্রী পাওয়া যায়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post