চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিপু বেগম (৪০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে এঘটনা ঘটে। শিপু বেগম ষোলদানা গ্রামের কামাল হোসেনের স্ত্রী ও তিন সন্তানের জননী।
ফরিদগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম জানান, ১১ মে বৃহস্পতিবার রাতে শিপু বেগম পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন।
পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পর তিনি মারা যান। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
আত্মহত্যার সংবাদ পেয়ে ১২ মে শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, শিপু বেগমের স্বামী কামাল হোসেন কয়েক বছর পূর্বে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী ঢাকায় বসবাস করেন। বর্তমানে কামাল হোসেন প্রবাসে থাকলেও প্রথম স্ত্রীর সাথে মনোমালিন্য ছিলো। সেই কারণে শিপু আত্মহত্যা করতে পারেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post