মালয়েশিয়ায় এক ভিয়েতনামী প্রেমিকার সঙ্গে অভিমান করে ৩০ বছর বয়সী এক বাংলাদেশি নিজেকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৬টার দিকে মালয়েশিয়ার পেনাং রাজ্যের তামান বুকিত জামবুল এলাকায় ওই বাংলাদেশির পাকস্থলীতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে দেখতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই বাংলাদেশিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত পেনাং হাসপাতালে পাঠায়। বর্তমানে বাংলাদেশির অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, এর আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছে, ওই বাংলাদেশির পেটের ডান পাশে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। পরে পুলিশ ওই বাংলাদেশি যে ছুরি দিয়ে নিজেই ছুরিকাঘাত করেছে ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই বাংলাদেশি গত দুই দিন আগে তার ভিয়েতনামী বান্ধবী তার সঙ্গে সম্পর্ক স্থাপনে অস্বীকার করলে নিজেকে শেষ করে দেয়ার হুমকি দিয়ে আসছিলেন।
ওই বাংলাদেশি তামান বুকিত জামবুল এলাকার জালান পি. রামলি রোডের পাশের একটি কারখানার একজন শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার ওই বাংলাদেশি প্রোটন ওয়াজার একটি প্রাইভেটকারের ভেতর ফল কাটার ছুরি দিয়ে নিজেকে ছুরিকাঘাত করে রাস্তায় লুটিয়ে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post