কলম্বোতে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে নাহিদা-জাহানারারা। শুধু তাই নয় প্রায় ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারের স্বাদ দিতে পেরেছে বাংলাদেশের নারী দল। তবে এমন ইতিহাসগড়া জয় ছাপিয়ে আলোচনায় ক্রিকেটার নাহিদা আক্তারকে নিয়ে করা লঙ্কান ধারাভাষ্যকারের বেফাঁস মন্তব্য।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (৯ মে) বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। ওই ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের ১৩তম ওভারে বল করছিলেন বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার। তবে তার ওভারের তৃতীয় বলে নো বল কল করেন আম্পায়ার। সেই সময় ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা রোশন আবেসিংহে বলে বসেন, ‘এই নো বল ক্ষমার অযোগ্য। এর দুটো কারণ রয়েছে। এক, স্পিনার নো বল করেছে। দ্বিতীয়ত, নারীদের পা বেশি দূর যায় না। তাই ওদের নো বল করা উচিত নয়’।
পরে ভিডিওতে দেখা যায় নাহিদার পা ক্রিজেই ভেতরেই ছিল। তবে বল করার সময় তার হাত লেগে উইকেট ভেঙে যায়। আর মূলত সে কারণেই নো বল ডাকেন আম্পায়ার। তখন ফের আবেসিংহে বলেন, ‘আমি তো সেই কথাই বলছিলাম। একজন নারীর পা বেশি দূর যায় না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post