পাকিস্তানের সুপ্রিম কোর্ট আগামী এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
ইমরান খানের আইনজীবীরা সুপ্রিম কোর্টে তার গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানানোর পর সুপ্রিম কোর্ট এই আদেশ দেয়।
মঙ্গলবার দুর্নীতিবিরোধী সংস্থা, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)’র করা একটি মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তার দেশজুড়ে সহিংস বিক্ষোভের সূত্রপাত করেছে।
আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে সেনাবাহিনী তলব করেছে সরকার। জরুরি অবস্থা উপেক্ষা করে বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন ইমরান সমর্থকেরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post