ওমানে জালিয়াতির অভিযোগে ১১ জন গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে যে, মাস্কাটে জালিয়াতির অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরওপি’র অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে,” মাস্কাটে জালিয়াতির অভিযোগে চারজন ওমানি নাগরিকসহ মোট এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় তাদের কাছে পাচারকৃত ২১ টি গাড়ি উদ্ধার করেছে ওমান পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুনঃ ওমানে কমছে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা
আরওপি জানিয়েছে, ওমানের নাগরিক ও বাসিন্দাকে জালিয়াতির শিকার হওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সাথে কোনো ধরনের প্রতারণার শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সুত্রঃ টাইমস অব ওমান
আরও দেখুনঃ ওমান থেকে বাংলাদেশের ফ্লাইটের ব্যাপারে যা বললেন রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post