হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা মালয়েশিয়া, কেনিয়া, ভিয়েতনাম এবং ইথিওপিয়ার মতো দেশ থেকে ভয়েস কল রিসিভ করছেন! কেউ কেউ এক-একদিনে ২ বার থেকে ৪ বারও ফোন পেয়েছেন।
+84, +62, +60 দিয়ে শুরু নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস কল পাচ্ছেন? জেনে নিন এর পিছনে আসল গল্প!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: +84, +62, +60 এরকম ডিজিট দিয়ে শুরু হওয়া ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল আসছে? তাহলে সাবধান!
এখনই সতর্ক হোন। ভুলেও ফাঁদে পা দেবেন না। কারণ, এটা একটা স্ক্যাম। আবার স্ক্যামারদের টার্গেটে পরিণত হয়েছে হোয়াটসঅ্যাপে।
টুইটারে অনেকেই অভিযোগ করেছেন +84, +62, +60 দিয়ে শুরু হওয়া অজানা নম্বর থেকে ফোন আসছে। সবই হোয়াটসঅ্যাপে ভয়েস কল। এমনকি এগুলো সবই আন্তর্জাতিক নম্বর। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা মাঝে মাঝেই এধরনের আন্তর্জাতিক নম্বর থেকে কল রিসিভ করছেন।
আর তাতেই ফাঁদে পা দিয়ে ফেলছেন। ওঁৎ পেতে থাকা স্ক্যামারদের ফাঁদে পা দিয়ে বিপদ ডেকে আনছেন। এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কী ভাবে নিরাপদ থাকতে হবে? সেই উপায়ও বাতলে দিয়েছে সংস্থা।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post