গ্রেফতারের পর নির্মম আচরণ করা হয়েছে- এমন অভিযোগ এনেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের নেতা ইমরান খান। খবর এনডিটিভির। তিনি বলেন, গ্রেফতারের পর আমাকে নির্যাতন করা হয়েছে। এমনকি বাথরুমেও যেতে দেওয়া হয়নি।
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে গ্রেফতারের পর আদালত ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার শুনানি হয়েছে ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে। গত সোমবার এ স্থানকে আদালতের মর্যাদা দেওয়া হয়। ইমরান খানের মামলার শুনানিতে বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ বশির।
এদিকে ইমরান খানকে গ্রেফতারের কারণে উত্তাল গোটা পাকিস্তান। দেশটির বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ। পাঞ্জাবে বিক্ষোভ দমাতে ইতোমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post