ভাগ্যবদলের আশায় সৌদি আরবে গিয়েছিলেন ৩০ বছর বয়সী এক নারী। ভাগ্য তো বদলায়নি, উল্টো সেখানে গৃহকর্তার যৌন, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। স্বামীর কাছে মোবাইল ফোনে কল করে এ তথ্য জানিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই নারী।
জানার পর স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে মতিঝিলে রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন স্বামী। এতে ‘স্টার লাইন অ্যাসোসিয়েট’ নামে এজেন্সিটির মালিক তার কাছে ৪ লাখ টাকা দাবি করেন।
কোনো উপায় খুঁজে না পেয়ে বিমানবন্দর আর্মড পুলিশের কাছে অভিযোগ দেন স্বামী। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে এজেন্সিটির মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান জানান, গত সোমবার রাতে তাদের একটি দল রাজধানীর পল্টনে স্টার লাইন অ্যাসোসিয়েটের অফিসে অভিযান চালিয়ে এজেন্সির মালিক ফিরোজ মো. মানসুরুল হক (৬০) ও মো. রাজনকে (৩০) আটক করে। পরে তাদের পল্টন থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ওই নারী স্বামী সোলায়মান মিয়া বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ আইনে পল্টন মামলা করেন।
পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, সৌদি আরবে গৃহকর্মী পাঠিয়ে নির্যাতনের অভিযোগে রিক্রুটিং এজেন্সি স্টার লাইন অ্যাসোসিয়েটের মালিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post