বৈধ লাইসেন্সধারী সব বিদেশি পর্যটকরা ওমানে গাড়ি চালাতে পারবেন। তাদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে মঙ্গলবার (৯ মে) একথা বলা হয়।আরওপি’র এক কর্মকর্তা বলেন, বৈধ আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স বা লাইসেন্সধারী বিদেশি দর্শনার্থী ও পর্যটকদের ওমানে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, যে কোনো দর্শনার্থী বিদেশি লাইসেন্স নিয়ে সালতানাতে প্রবেশের তারিখ থেকে তিন মাস পর্যন্ত গাড়ি চালাতে পারবেন।
মাস্কাট ডেইলি গাড়ি ভাড়া সংস্থাগুলোর কয়েকজন মালিকের সাথে এই সিদ্ধান্তের বিষয়ে তাদের মতামত জানতে কথা বলেছে।
আল খোদের মালিক আহমেদ আল কালবানি বলেন, এই সিদ্ধান্তটি ভাল কারণ এটি ওমানে পর্যটন এবং গাড়ি ভাড়ার বাজারকে পুনরুজ্জীবিত করবে। তবে দুর্ঘটনা থেকে আমাদের গাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের গাড়িগুলো তাদের কাছে ভাড়া দিতে পছন্দ করি যাদের আন্তর্জাতিক লাইসেন্স রয়েছে।
মাস্কাটের সাফারি কার রেন্টালের মালিক নাসের আল রাহবি বিশ্বাস করেন যে, বিশেষ করে কোভিড -১৯ মহামারীর কারণে স্থবিরতার পরে এই সিদ্ধান্তটি গাড়ি ভাড়ার বাজারকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে।
ড্রাইভিং প্রশিক্ষক নাসের আল হোসানি বলেন, সালতানাতের রাস্তাগুলো নিরাপদ এবং বিশ্বমানের, যার ফলে যে কেউ সহজেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। আমি মনে করি এই সিদ্ধান্ত পর্যটন খাতকে সহায়তা করবে, অর্থনীতিকে চাঙ্গা করবে এবং পর্যটকদের সহজেই সালতানাতের চারপাশে চলাফেরা করতে দেবে।
২০২১ সালে, আরওপি ১০৩ টি দেশের নাগরিকদের ১৪ দিনের জন্য ওমান ভিসা-মুক্ত ভ্রমণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত জারি করে, যা ওমানে পর্যটন প্রচারের একটি প্রধান অনুঘটক বলে মনে করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post