প্রযুক্তিতে বেশ এগিয়ে গেছে ওমান। উন্নত রাস্তাঘাটের পর এবার কৃষিতেও ব্যাপক প্রযুক্তির ব্যবহার হচ্ছে দেশটিতে। ৮ মে দেশটির ধোফার অঞ্চলে নারকেল পাতার পোকার উপদ্রব মোকাবেলায় মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। নারিকেল পাতায় সৃষ্ট এই পোকা খেজুর গাছেরও ক্ষতি সাধন করে। তাই খেজুর রক্ষা করতে এই মাসব্যাপী পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ মে) মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, ধোফারের কৃষি, মৎস্য ও পানি সম্পদ অধিদপ্তর বেশ কয়েকটি স্থানে পোকার উপদ্রব বেড়ে যাওয়ার পর এই কর্মসূচিটি চালু করে। আগামী ১৫ জুন পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। মন্ত্রণালয়ের ধোফারের পানি সম্পদ মহাপরিচালক রশিদ সাইদ আল গাফরি বলেন, ১২টি ফিল্ডওয়ার্ক টিম গঠন করা হয়েছে, যা ড্রোন ব্যবহার করে স্প্রে করা হচ্ছে।
পরিদর্শন দলগুলো একটি উপযুক্ত কীটপতঙ্গ নিয়ন্ত্রণ পদ্ধতি নির্ধারণের লক্ষ্যে সালালাহ এবং তাকাহ এলাকাগুলোতে সাদা মাছিগুলোর উপদ্রবের স্থানগুলো নির্ধারণ করেছে। গরমের সময় এসব পোকামাকড়ের উপদ্রব বাড়ে। ক্ষতিকর এই পোকাগুলো সব বয়সের খেজুর গাছকে আক্রমণ করে। ফলে, খেজুর উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলার ঝুঁকি থাকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post