স্বর্ণপাচারের অভিযোগে ভারতে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে আটক হওয়া ওই দুই বাংলাদেশি পেশায় বাসচালক ও হেলপার। সোমবার (৮ মে) ৫২টি সোনার বিস্কুটসহ তাদের আটক করা হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এছাড়া বিএসএফ এর ফেসবুক পেজ ও টুইটারেও এ তথ্য জানানো হয়েছে।
08 May 23
Acting on specific information, alert and vigilant Troops of 145 Bn BSF @BSF_SOUTHBENGAL , apprehended two smugglers along with 52 gold biscuits weighing 6,950 grams worth Rs 4 crore 24 lakh (approx) at ICP Petrapole in North 24 Parganas district, West Bengal. DG BSF… pic.twitter.com/0UitijrPYB— BSF (@BSF_India) May 8, 2023
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল সীমান্তে অবস্থিত ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) থেকে সোমবার বিএসএফ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে। এসময় অভিযুক্ত ওই দুই পাচারকারীর কাছ থেকে চার কোটি ২৪ লাখ রুপি মূল্যের ৫২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৫ কোটি ৫৬ লাখ টাকারও বেশি।
বিএসএফ কর্মকর্তারা জানিয়েছে, আটককৃত ওই দুই পাচারকারী পেশায় বাসচালক ও হেলপার। অভিযুক্ত বাস চালকের নাম মোস্তফা এবং তার হেলপারের নাম মতিউর রহমান আকন্দ। দু’জনেই বাংলাদেশের বাসিন্দা।
এনডিটিভি বলছে, রয়্যাল ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার বাসের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের বিষয়ে গোপন তথ্য পায় বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। আর এরপরই আইসিপি পেট্রাপোলের ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযানে নামেন।
যাত্রীবাহী ওই বাসটি উত্তর-পূর্ব ভারতের আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, বাসটি আইসিপি পেট্রাপোলে পৌঁছালে জওয়ানরা এটিকে তল্লাশির জন্য থামিয়ে বিএসএফের নিরাপত্তা চেকিং পয়েন্টে নিয়ে যান।
কর্মকর্তারা বলেছেন, ‘বিএসএফ সদস্যরা পুঙ্খানুপুঙ্খভাবে বাসটি তল্লাশি করে এবং একপর্যায়ে বাসটির জ্বালানি ট্যাংকের কাছে ফাঁপা পাইপে ৬ হাজার ৯৫০ গ্রাম ওজনের ৫২টি সোনার বিস্কুট খুঁজে পায়।’
কর্মকর্তারা আরও বলেন, ‘জব্দ করা এসব সোনার বিস্কুটের আনুমানিক মূল্য ৪ কোটি ২৩ লাখ ৬৪ হাজার ৮৮২ রুপি। পরে আটককৃত চোরাকারবারিদের এবং জব্দ করা সোনার বিস্কুটগুলো কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরে (ডিআরআই) হস্তান্তর করা হয়েছে।’
Gold Biscuits Worth Rs 4.24 Crore Seized In Bengal, 2 Bangladeshi Arrested https://t.co/SVaLFgCU3W pic.twitter.com/tgXbX9rWXU
— NDTV News feed (@ndtvfeed) May 8, 2023
এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই অভিযান ও সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএসএফ-এর মহাপরিচালক (ডিজি)। একইসঙ্গে অভিযান পরিচালনাকারী সদস্যদের জন্য নগদ অর্থ পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।
ভারতীয় সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত এই বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিএসএফের মহাপরিচালক আইসিপি পেট্রাপোলে সফরের সময় বিএসএফ সৈন্যদের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তাদের জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছেন।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post