ওমানের উত্তর আল বাতিনাহ প্রদেশের মুওয়ালিহ ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি জায়গায় বিপজ্জনক গ্যাস লিকের কারণে ৪২ জন আহত হয়েছে। মঙ্গলবার (৯ মে) দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ওমান। প্রতিবেদনে বলা হয়, ক্লোরিন গ্যাস লিক হওয়ার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এক বিবৃতিতে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ) বলছে, উত্তর আল বাতিনাহ প্রদেশে বিপদজনক পদার্থ দুর্ঘটনার তদন্ত কারী দলটি মুওয়াইলিহ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি সিলিন্ডার থেকে ক্লোরিন গ্যাস লিক হওয়ার খবর পেয়ে সেখানে কাজ করছে। বর্তমানে লিকেজ নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সিডিএএ আরও বলেছে, গ্যাস ইনহেলেশনের ফলে এই দুর্ঘটনায় ৪২ জন আহত হয়েছে। যাদের মধ্যে মাঝারি থেকে গুরুতর আহত রয়েছেন অনেকেই। কর্তৃপক্ষ এই ধরনের ঘটনা এড়ানোর জন্য নির্দিষ্ট সরকারী এবং বেসরকারী সংস্থার দ্বারা ব্যবহৃত বিপজ্জনক উপকরণ সম্পর্কিত দিকগুলোতে সুরক্ষা পদ্ধতি অনুসরণ করার জন্য আহ্বান জানিয়েছে।
এদিকে, এর আগে দেশটির আল-উস্তা প্রদেশের মুখাইজনা নামক স্থানে হাইড্রোজেন সালফাইড গ্যাস লিকেজ হয়ে এক ওমানি নাগরিকের মৃত্যু হয়। এ-ঘটনায় শোঁক প্রকাশ করেছে তেল ও গ্যাস শ্রমিক ইউনিয়ন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post