আগামী পহেলা জুলাই থেকে একটি নতুন ট্যাক্স কার্ড সিস্টেম চালু করবে ওমান। যা কর কর্তৃপক্ষের কাছে দেশটির করদাতাদের নিবন্ধনের প্রমাণপত্র হিসেবে কাজ করবে। ১০ ওমানি রিয়ালের বিনিময়ে করদাতারা এই কার্ড ইস্যু করতে পারবে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে, ‘‘দেশটির যে কোনও প্রতিষ্ঠান বা সংস্থাসহ যে কেউ করদানের জন্য এই কার্ড তৈরি করে নিতে পারবেন। বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা বা লাইসেন্সিং প্রক্রিয়া শুরু করার সময় প্রতিটি করদাতাকে ট্যাক্স কার্ড গ্রহণের জন্য আবেদন করতে হবে। কার্ডের বৈধতা শেষে নবায়ন করতে হবে।”
আরও পড়ুনঃ ওমানে করোনা নিয়ন্ত্রণে আরও কঠোর আইন
আয়কর আইনের বিধান উল্লেখ করে এক বিশেষজ্ঞ বলেন, “ট্যাক্স কার্ডের নম্বরটি করদাতার সমস্ত চুক্তি, চালান এবং চিঠিপত্রের উপরে উল্লেখ করতে হবে। মন্ত্রণালয়, সরকারী সংস্থা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলি যে কোনও করদাতার সাথে আচরণের আগে তাদের দ্বারা ট্যাক্স কার্ডের একটি অনুলিপি প্রাপ্ত হয়েছে তা নিশ্চিত করতে হবে।”
তদুপরি, সরকারী সত্তার সাথে ওই ব্যক্তির লেনদেন সম্পর্কিত সমস্ত নথিগুলি ট্যাক্স কার্ডের একটি অনুলিপি সহ উপস্থিত থাকতে হবে। কার্যনির্বাহী বিধিমালায় নির্ধারিত সময়ের মধ্যে এই বিধানের অমান্য করলে ৫০০ ওমানি রিয়াল জরিমানা করা হবে।
আরও দেখুনঃ ওমানের আউটপাশের ব্যাপারে যা বললেন রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post