লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক সংঘবদ্ধ বখাটে দলের বিরুদ্ধে। ৬মে লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের কাসিদ বাড়িতে এই ঘটনা ঘটে। হামলার প্রবাসী মোঃ সেলিমের বাড়ির টিনের প্রাচীর, দরজা, জানালা ও নানা আসবাপত্র ভাঙ্গার অভিজোগ করেন প্রবাসীর স্ত্রী শিল্পী বেগম।
এ ব্যাপারে মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি। শিল্পী বেগম জানান, স্থানীয় গ্রামের বখাটে জাফর, ইকবাল বিভিন্ন সময় তার কাছে চাঁদা দাবী করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকার করলে তারা বিভিন্ন ভাবে হয়রানি ও হুমকি দেয়। সর্বশেষ গত শনিবার চাঁদা দিতে অস্বীকার করলে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িতে এসে হামলা চালায়।
জাফর ও ইকবাল একই এলাকার পাশ্ববর্তী ব্যাপারী বাড়ির মৃত হাসান উল্লাহর ছেলে সহদর ভাই। গত ১২ বছর আগে আপন ভাই হাসান উল্লাহর থেকে বসত ভিটির সামনে জমিটি ক্রয় করে প্রবাসী সেলিম।
হাসান উল্লাহ মারা যাবার পর তার ছেলেরা জমি পাবে বলে বিভিন্ন সময় চাঁদা দাবী করে, চাঁদা না দিলে বাড়িতে এসে হামলে চালায়। শিল্পী বেগম জানান, আমি ৩ মেয়ে নিয়ে একা বসবাস করি, আমার কোন ছেলে নেই। তারা আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা ভয়ে আতংকে আছি। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post