ওমানে মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন ১০১০ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে নতুন আক্রান্তদের মধ্যে ৭৭৬ জন ওমানি নাগরিক এবং ২৩৪ জন প্রবাসী। দেশটিতে মোট আক্রান্ত ৪০,০৭০ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন ১,০০৩ জন সুস্থ সহ সর্বমোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২৩,৪২৫ জন। ২৪ ঘণ্টায় নতুন ৭জনের মৃত্যু সহ মোট মৃত্যু ১৭৬ জন।
এদিকে বাংলাদেশে নতুন করে আরও ৩ হাজার ৬৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। এছাড়া গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬৪ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৮৪৭ জন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এর আগে সোমবার (২৯ জুন) জানানো হয়েছিল, দেশে ৪ হাজার ১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং ৪৫ জনের মৃত্যু হয়।
করোনা মহামারী সামাল দিতেই গোটা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, এমন পরিস্থিতিতে এবার চীনে আরেক ভাইরাসের সন্ধান পেয়েছে চীনের গবেষকরা। নতুন এ ভাইরাসও করোনার মতো মহামারি আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। ভাইরাসটি মানবদেহ থেকে মানবদেহে খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।
আরও পড়ুনঃ ওমানে করোনা নিয়ন্ত্রণে আরও কঠোর আইন
মঙ্গলবার (৩০ জুন) বিবিসির খবরে বলা হয়েছে, নতুন ভাইরাস মহামারি হয়ে ওঠার আশঙ্কা করছে দেশটির বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, সম্প্রতি এই ভাইরাসের উৎপত্তি হয়েছে। ভাইরাসটি প্রাথমিকভাবে শূকরের শরীরে শনাক্ত হয়েছে। কিন্তু এটি সহজে মানুষকেও আক্রান্ত করতে পারে।
আরও দেখুনঃ ওমানের আউটপাশের ব্যাপারে যা বললেন রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post