ওমানে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ১০ জনেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। ৭ মে এরাবিয়ান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার মাস্কাটে অভিযান পরিচালনা করা হয়।
পরিদর্শনে শ্রম আইনের বিধান লঙ্ঘন করায় ১২ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৫ জন শ্রমিক কাজ ছেড়ে গেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ছয়জনকে ওমান থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে পুলিশের ছদ্মবেশে চুরি করার সময় একজনকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। অনলাইনে জারি করা এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, দক্ষিণ আল বাতিনাহ প্রদেশে উক্ত ব্যক্তি পুলিশ সদস্যদের ছদ্মবেশ ধারণ করে মানুষের সাথে প্রতারণা করতো।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ভিকটিমকে থামিয়ে তার গাড়ির কাগজপত্র চেক করতেছিলো। এসময় ভিকটিমের থেকে জোরপূর্বক নগদ অর্থ হাতিয়ে নেয়। পরে থানায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয় পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post