জীবনে প্রেম তো আর বলে কয়ে আসে না। কখন যে কে কীভাবে কার প্রেমে পরে যায় বলা কঠিন। কারও বাল্যবয়সে স্কুলজীবনেই আসে একের পর এক প্রেম। আবার কেউ প্রেমপর্বে পা রাখেন বিয়ের হাত ধরে। তবে সাত পাকে বাধা পড়লেই যে প্রেম আর আসবেনা জীবনে এমন বলা যায় না। হামেশাই তাই ঘটে যায় বিবাহ বহির্ভূত প্রেম অর্থাৎ পরকীয়া।
যুগে যুগে পরকীয়ার ঘটনা ঘটে চলেছে সমাজে। যদিও অনেক ক্ষেত্রেই সমাজে সংস্কৃতি বহির্ভূত বলে সমালোচনার মুখে পড়তে হয়ে এই প্রেমকে তবে এই প্রেমপর্ব নিয়ে চর্চাও কিছু কম হয় না। আসলে প্রেম তো আর কোনও চোখ রাঙানি মানে না। তাই মনের টানেই চিরকাল পরকীয়া প্রেমের হাতছানিতে সাড়া দিয়েছেন বহু পুরুষ এবং মহিলা।
অনেকে মনে করেন, বিবাহিত সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব থেকেই পরকীয়া সম্পর্কের দিকে যান মানুষ। সম্প্রতি ভারতে এমনই এক পরকীয়ার ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন তাঁর স্বামী। এরপর ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়ায়। ভিডিওতে স্ত্রীকে বলতে শুনা যায় ‘আমাকে জামাকাপড়টা অন্তত পড়তে দাও!’ অর্থাৎ একেবারেই অপ্রস্তুত অবস্থায় পরকীয়া প্রেমিক সহ হাতেনাতে ধরা পরে যান স্ত্রী।
সোশ্যাল মিডিয়ার করণে আজকাল দাম্পত্য কলহ আর বাড়ির চৌহদ্দির মধ্যে থাকছে না তা চলে আসছে নেটদুনিয়ার। অতীতে পারিবারিক ঘটনা চার দেয়ালের মাঝেই সমাধান করা হলেও এখন আর তা হচ্ছেনা। মুহূর্তেই এ ধরনের পারিবারিক ভিডিও গুলো ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমও অসামাজিক ভিডিওতে সয়লাব। ভাইরাল এই ভিডিওতে দেখা যায়, একটি ঘরে প্যান্ট পরছেন এক যুবক। হঠাৎই সেখানে আগমন হয় এক মহিলার। মহিলার প্রেমিক প্রস্তুত হতেই পুলিশ তাঁকে বলতে থাকেন, থানায় চলো এবার তোমাকে পরকীয়ার মজা দেখাবো।
গবেষণা বলছে, একই সঙ্গীর সঙ্গে দীর্ঘ দিন শারীরিক সম্পর্কে লিপ্ত থাকার ফলে একঘেয়েমি চলে আসে। নতুন স্পর্শ পেতে চায় মন। আর তারই ফাঁকে মনের অজান্তেই হয়তো জীবনে পা রাখে নতুন মানুষ, নতুন সম্পর্ক। তবে, এধরনের সম্পর্কের কারণে সমাজে বাড়ে নানা অপরাধ। এমনকি মানুষ খুনের মত অপরাধ ঘটে এই পরকীয়ার কারণে। আর তাই, ইসলাম ধর্ম অনুযায়ী কঠিন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয় এই পরকীয়াকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post