১৩৫ বাংলাদেশি নারী ও শিশুসহ তাদের পরিবারের সদস্যদের পোর্ট সুদান থেকে সৌদি আরবের সামরিক উড়োজাহাজে করে জেদ্দায় নেওয়া হচ্ছে। সৌদি সরকারের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারিক আহমেদ।
সুদানের সেনাবাহিনীর সঙ্গে কত কয়েদিন বেসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট আরএসএফের সংঘর্ষ চলছে। এই সশস্ত্র আরএসএফের নেতৃত্বে রয়েছেন ক্ষমতাধর জেনারেল হামদান দাগালো। সুদানের ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেনা ও আরএসেফের মধ্যে এই সংঘাত।
আন্তর্জাতিক চাপে উভয়পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছালেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পেছনে একে অপরকে দুষছে সেনা ও আরএসএফ। এ পরিস্থিতিতে শহরে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে সরকারগুলো।
এমন পরিস্থিতে প্রায় ৬৫০ বাংলাদেশিকে নিরাপদে সুদান ছেড়ে জেদ্দায় চলে যাচ্ছেন। তারা এখন পোর্ট সুদানে অবস্থান করছেন। খার্তুম থেকে তাদের ৮৫০ কিলোমিটার দূরে পোর্ট সুদানে এর আগে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সরিয়ে নিয়ে আসা হয়।
বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানান যে আজকে সৌদি বিমান বাংলাদেশীদের নিয়ে যাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি আছে এবং তাদের মধ্যে প্রায় ৭০০ দেশে চলে আসার আগ্রহ প্রকাশ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post