তুরস্কের রাজধানী আঙ্কারায় গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশন (পিএবিএসইসি) এর সাধারণ অধিবেশন চলছিল। সেখানে নিজ দেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিলেন ইউক্রেনের এক সংসদ সদস্য। হুট করেই তার কাছ থেকে সেই পতাকা ছিনিয়ে নেয় রাশিয়ার এক প্রতিনিধি। এরপরে যা হলো তা সামাজিক যোগাযোগামাধ্যমে রীতিমত ভাইরাল।
পতাকা ছিনিয়ে নেওয়ার পরেই ওই দুই ব্যক্তির মধ্যে লড়াই শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইউক্রেনীয়ান ওলেকসান্দার মারিকভস্কি তার দেশের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেইসময় রাশিয়ান এক প্রতিনিধি তার দিকে আসেন। এরপর পতাকা ছিনিয়ে নিয়ে দ্রুত অন্যদিকে চলে যান। এমন ঘটনার পর ইউক্রেনের ওই এমপি চুপ করে ছিলেন না।
তিনি রাশিয়ান ওই প্রতিনিধির দিকে ছুটে আসেন এবং একের পর এক কিল-ঘুষি মারতে থাকেন এবং দেশের পতাকা তার হাত থেকে উদ্ধার করেন। সেইসময়ে আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেককে তাদের এ লড়াইয়ের দৃশ্য ভিডিও করতে দেখা যায়।
তবে রাশিয়ান ওই প্রতিনিধির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ আরও অনেক বেড়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post