যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের রাজধানী পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে বাংলাদেশের সরকারি উড়োজাহাজ পরিষেবা সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। উড়োজাহাজটিতে তখন ৭৭ জন যাত্রী ছিলেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটেছে এ ঘটনা। জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক অঞ্চল প্রকাশের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অবতরণে বাধ্য হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই উড়োজাহটির নম্বর ছিল বিবিসি৩৭১। ঢাকা থেকে কাটমান্ডুর উদ্দেশে রওনা হয়েছিল সেটি।
ঢাকা থেকে কাটমান্ডুগামী একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজ শুক্রবার বেলা ১২ টা ১ মিনিটে জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে তখন ৭৭ জন যাত্রী ছিলেন।
যাত্রীদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের বিমানবন্দরের এয়ারক্রাফট প্রকৌশলীরা উড়োজাহাজটির ত্রুটি শনাক্ত ও তা মেরামত করে দেওয়ার পর বিকেল ৪টার দিকে সেটি কাটমান্ডুর উদ্দেশে পাটনা ছেড়ে গেছে।
জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরের অপর এক কর্মকর্তা জানান, উড়োজাহাজটির বাম ডানার পাখা বা ফ্ল্যাপে সমস্যা ছিল। এ কারণেই জরুরি অবতরণে বাধ্য হয়েছে বিমানটি।
উড়োজাহাজটি যতক্ষণ পাটনা বিমানবন্দরে ছিল, ৭৭জন যাত্রীর সবাই বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষা করছিলেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post