ওমানে মহামারী করোনা নিয়ন্ত্রণে একের পর এক কঠোর আইন করছে দেশটির সরকার। ওমানের সরকারী যোগাযোগ কেন্দ্র (জিসি) থেকে বলা হয়েছে যে, ওমানে বেসরকারি খাতের কোনো কোম্পানি সুপ্রিম কমিটির আইন লঙ্ঘন করলে তারা ৫০০ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা করতে পারবেন।
জিসি বলেছে যে আদেশটি কার্যকর করতে ওমানের জনশক্তি মন্ত্রণালয়, সুলতানের সশস্ত্র বাহিনী এবং রয়েল ওমান পুলিশ (আরওপি) এর সহায়তা নিতে পারে। জিসি পুনরায় উল্লেখ করেছেন, “যদি কেউ আইন লঙ্ঘনের পুনরাবৃত্তি করে, তবে জরিমানা দ্বিগুণ করা হবে।”
নিম্নে জরিমানার চিত্র তুলে ধরা হইলো:
১, কোনো কোম্পানির করোনা মোকাবেলায় অভ্যন্তরীণ জরুরি কোনো পরিকল্পনা না থাকলে ৩০০ রিয়াল জরিমানা।
২) কোনো কোম্পানি/প্রতিষ্ঠান কর্মস্থলে কর্মচারীদের প্রবেশ এবং প্রস্থানের সঠিক সময় রেজিস্ট্রি করে না রাখলে ১০০ ওমানি রিয়াল জরিমানা।
৩) কর্মস্থলে বা গণ পরিবহনে ফেস মাস্ক না পরলে ১০০ ওমানি রিয়াল জরিমানা।
৪) কর্মস্থলে বা শ্রমিকদের থাকার স্থানে ৬০% এরও কম অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করলে ১০০ রিয়াল জরিমানা।
৫) কর্মস্থলে কর্মীদের উচ্চ তাপমাত্রা পর্যবেক্ষণ করার জন্য ডিভাইস না থাকলে অথবা কাশি, সর্দি এবং জ্বরের কোনো উপসর্গ যুক্ত কোনো লক্ষণ প্রকাশ পাইলে ১০০ ওমানি রিয়াল জরিমানা।
৬) কোনো শ্রমিকের করোনার উপসর্গ দেখা দিলে তাত্ক্ষণিকভাবে নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে একজন দায়িত্বপ্রাপ্ত লোক না থাকলে ১০০ ওমানি রিয়াল জরিমানা।
৭) ভাইরাস সংক্রমণে সন্দেহযুক্ত শ্রমিকদের নাম রেকর্ড করার জন্য একটি বিশেষ রেজিস্টার না রাখলে ৫০০ ওমানি রিয়াল জরিমানা।
৮) কর্মস্থল, কর্মীদের থাকার স্থান, ডাইনিং হল এবং পরিবহন অপেক্ষার স্থানে শারীরিক দূরত্ব চিহ্নিতকরণ চিহ্ন না থাকলে ১০০ ওমানি রিয়াল জরিমানা।
৯) কর্মস্থল এবং কর্মীদের আবাস স্থলে বিভিন্ন ভাষায় সচেতনতার স্টিকার না রাখলে ১০০ ওমানি রিয়াল জরিমানা।
১০) শ্রমিকদের থাকার স্থানে দর্শনার্থীদের চলাচল পর্যবেক্ষণ করতে কোনো নিরাপত্তা প্রহরী না থাকলে এবং নিরীক্ষণের জন্য কোনও সুরক্ষাকারী না থাকলে ৫০০ রিয়াল জরিমানা।
আরও পড়ুনঃ আজ ওমান প্রবাসীরা বিনামূল্যে যেসব চিকিৎসা পাবেন
১১) শ্রমিকদের আবাসন স্থানে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন না রাখলে ১০০ ওমানি রিয়াল জরিমানা।
১২) শ্রমিকদের আবাসস্থলের ডাইনিং হলে প্রবেশ এবং বাহির হওয়ার বিস্তারিত তথ্য না রাখলে ১০০ ওমানি জরিমানা।
১৪) কাজের সরঞ্জাম সমূহ জীবাণু মুক্ত না করা হলে ১০০ রিয়াল জরিমানা।
১৪) কর্মীদের করোনা নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ না দিলে ১০০ ওমানি রিয়াল জরিমানা।
১৫) এছাড়াও সুপ্রিম কমিটির অন্য কোনো সিদ্ধান্ত অমান্য করলেও ১০০ ওমানি রিয়াল জরিমানা। সুত্রঃ টাইমস অব ওমান
আরও দেখুনঃ ওমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিলে রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post