গত বছরে আরব বিশ্বে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে কাতার। এই আয়োজনকে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতার একটি সফল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
একই ভিসার অধীনে সদস্য সব দেশে যাতে পর্যটকরা ভ্রমণ করতে পারেন সেলক্ষে ‘শেনজেন এর মতো’ একক ভিসা চালু করার পরিকল্পনা নিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-ভুক্ত দেশগুলো। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, যদি শেনজেন এর মতো ভিসা চালু হয় সেক্ষেত্রে পর্যটকরা এই বিশেষ ভিসার আওতায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ভ্রমণ করতে পারবেন, আলাদা ভিসা করা লাগবে না। এক ভিসাতে তিনটি দেশ ভ্রমণ করতে পারবে।
গত ১ মে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে আরব ভূখণ্ডের দেশগুলোর পর্যটন বাণিজ্য সংক্রান্ত জোট অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের (এটিএম) সম্মেলন ও মেলা।
আর বুধবার (৩ মে) ওই সম্মেলনে বাহরাইনের পর্যটনমন্ত্রী ফাতিমা আল সাইরাফি, সংযুক্ত আরব আমিরাত সরকারের আন্ডার-সেক্রেটারি আব্দুল্লাহ আল সালেহ এবং সৌদি পর্যটন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ফাহাদ হামিদাদ্দিন যৌথভাবে এ ঘোষণা দিয়েছেন।
জিসিসির সদস্যরাষ্ট্রের সংখ্যা মোট ৬টি— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান। বাহরাইনের পর্যটনমন্ত্রী ফাতিমা আল সাইরাফি জানান, আপাতত সৌদি আরব, আমিরাত ও বাহরাইনে ‘শেনজেন ভিসা’ চালু হচ্ছে। পরে জিসিসির অন্যান্য সদস্যদেরও এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা আছে তাদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post